Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ঢাকায় চিকিৎসাধীন ৫২৪, ঢাকার বাইরে ৯৩৬ জন


৯ অক্টোবর ২০১৯ ০৫:১৫

ঢাকা: সোমবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬৭ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগী ৬৩ জন ও ঢাকার বাইরে ২০৪ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৪৮ জন রোগী। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৬৮ জন।

মঙ্গলবার (৮ অক্টোবর ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ সব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, এ বছরের ৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৯০ হাজার ৫৪৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৯৮৭ জন। অর্থাৎ এখন পর্যন্ত ৯৮ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৯ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ৪ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বিএসএমএমইউতে ৭ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, বিজিবি হাসপাতালে ২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন ও খুলনা বিভাগে ১০৬ জন, রংপুর বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ২৩ জন, সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরে এখন পর্যন্ত সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪২ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৮১ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

ডেঙ্গু ডেঙ্গুর নতুন রোগী

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর