Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে গৃহবধূকে ‘গলাকেটে হত্যা’


৯ অক্টোবর ২০১৯ ১৩:২৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সালেহা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়ায় সালেহার বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সালেহার স্বামী মোশারফ শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। কিছু দিন থেকে তাদের স্বামী-স্ত্রীর প্রায়ই ঝগড়া হচ্ছিল। তিনদিন আগে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান মোশারফ। আজ ভোরে সালেহার বাবা ঘুম থেকে উঠে দেখতে পান— মেয়ের ঘরের দরজা খোলা, ভেতরে মরদেহ পড়ে আছে। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা আসেন, তারাই থানায় জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে মোশারফকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তিনি কোথায় আছেন তা জানা যায়নি। মোশারফকে গ্রেফতার করতে পুলিশের অভিযান শুরু করেছে।

গলা কেটে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর