Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাসিনোর অর্থপাচার তদন্তে প্রয়োজনে সিঙ্গাপুর যাওয়া হবে


৯ অক্টোবর ২০১৯ ১৩:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ক্যাসিনোকাণ্ডে অর্থপাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তদন্তের প্রয়োজনে সিঙ্গাপুর যাওয়া হবে বলে জানিয়েছেন দুনীর্তি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার (৯ অক্টোবর) কমিশন কাযার্লয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খানের অর্থপাচার সংক্রান্ত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘দুদকের মামলায় সাজার হার শতভাগ হওয়া উচিত। কিন্তু অনেকেই আইন না জানার কারণে তা হয় না। এছাড়া বেসিক ব্যাংকের ৬২ মামলার চার্জশিট দিতে আরও সময় লাগবে। দুদক কাজ করছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত মামলার চাজর্শিট দেওয়া যায়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ক্যাসিনোকাণ্ডে কারা কারা জড়িত সে নামগুলো তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করতে চাই না। আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছি। অনুসন্ধান শেষে মামলা হবে। সেই মামলার তদন্তে প্রয়োজনে সিঙ্গাপুর যেতে হলেও দুদক যাবে।

এ সময় দুদকের ঊর্ধ্বতন কমর্কতার্রা উপস্থিত ছিলেন।

ইকবাল মাহমুদ তদন্ত দুদক সিঙ্গাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর