Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে দরপতন চলছে, সূচক ৩ বছরে সর্বনিম্ন


৯ অক্টোবর ২০১৯ ২০:২৪

ঢাকা: পুঁজিবাজারে টানা দরপতন চলছে। চলতি সপ্তাহের সাত কার্যদিবসের মধ্যে পাঁচ দিনই সূচকের পতন হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬২ পয়েন্টে নেমে আসে।

আগের তিন বছরের মধ্যে এটি সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৬ সালের ৭ ডিসেম্বর ডিএসইর প্রধান সূচক ৪ হাজার ৮৪৬ পয়েন্ট নেমেছিল। ওই দিনের পর আজ ডিএসইর প্রধান সূচক সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

বিজ্ঞাপন

এদিকে পুঁজিবাজারে ব্যাপক দরপতনের পিছনে বিনিয়োগকারীদের আস্থার সংকটকে একটি বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, দেশের আর্থিক সেক্টরের সার্বিক প্রভাব পুঁজিবাজারে পড়েছে। এছাড়া টানা দরপতনের কারণে বিনিযোগকারীদের মধ্যে বড় ধরনের আস্থার সংকট দেখা দিয়েছে। এছাড়া পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বাজার মনিটরিং জোরদার করতে ব্যর্থ হওয়া এবং বারবার দুর্বল মৌলভিত্তির শেয়ার বেশি প্রিমিয়ামে অনুমোদন দেওয়া। এসব কারণে পুঁজিবাজারে অব্যাহতভাবে দরপতন হচ্ছে। এসব কারণে নিয়ন্ত্রক সংস্থার প্রতি বিনিয়োগকারীরা আস্থা রাখতে না পারায় পুঁজিবাজারে দরপতন হচ্ছে।

এদিকে বুধবার ডিএসইতে মোট ৩৪২টি কোম্পানির ৯ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার ৭৭৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৫৮টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম। দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে নেমে আসে। ডিএস-৩০ মূল্য সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৭২৪ পয়েন্ট, ডিএসইএস শরীয়াহ সূচক সাত পয়েন্ট কমে ১ হাজার ১২৩ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইতে ৩২০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বুধবার অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫১টি কোম্পানির ৪৯ লাখ ৭৪ হাজার ৫৯৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৫৯টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৪০৪ পয়েন্ট নেমে আসে।

দরপতন পুঁজিবাজার শেয়ার বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর