Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপাচার্যের সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের সংলাপ বিকেল ৫টায়


১১ অক্টোবর ২০১৯ ১১:৪৭

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঙ্গে সংলাপে বসবেন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় বুয়েটের মিলনায়তনে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বুয়েট শিক্ষার্থী ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

শুক্রবার সকাল ১১টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনকারী শিক্ষার্থীরা এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছেন, বুয়েটের ১৫, ১৬ ও ১৭তম ব্যাচের সব শিক্ষার্থী উপস্থিত থাকবেন উপাচার্যের সঙ্গে বৈঠকে। এছাড়া গণমাধ্যমের প্রতিনিধিরাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন- আবরার হত্যায় স্বীকারোক্তি দিলেন ছাত্রলীগ নেতা সকাল

ব্রিফিংয়ে আন্দোলনকারীরা বলেন, আমরা ১০ দফা দাবির দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না, দাবি বাস্তবায়নে প্রশাসনের সদিচ্ছাও দেখছি না। উপাচার্য স্যারকে আমাদের সঙ্গে বসার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের প্রতিনিধিদের সঙ্গে বসতে চেয়েছিলেন। কিন্তু আমরা বলেছি, যেহেতু আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের, তাই শুধু প্রতিনিধিদের সঙ্গে কথা বললে হবে না। সবার সঙ্গে কথা বলতে হবে এবং গণমাধ্যমের উপস্থিতিতেই কথা বলতে হবে।

শিক্ষার্থীরা বলেন, উপাচার্য স্যার রাজি হয়েছেন। বুয়েট মিলনায়তনে এই আলোচনা হবে। টেলিভিশন চ্যানেল এবং সুপরিচিত অনলাইন ও পত্রিকার দু’জন করে প্রতিনিধি থাকতে পারবেন বৈঠকে। তবে বৈঠক সরাসরি সম্প্রচার করা যাবে না। উপাচার্যের অনুরোধে সংলাপ চলাকালে কোনো প্রশ্ন না করতেও তারা আহ্বান জানান গণমাধ্যমকর্মীদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন- আজও উত্তাল বুয়েট, র‌্যাগিং বন্ধসহ ১০ দফা দাবি শিক্ষার্থীদের

শিক্ষার্থীরা বলেন, আবরারের লাশকে পুঁজি করে কোনো কোনো বহিরাগত তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। আমরা আহ্বান জাইন, আবরারের লাশ নিয়ে কেউ কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবেন না।

এর আগে, বুয়েট শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন, শুক্রবার দুপুরের মধ্যে উপাচার্য তাদের সঙ্গে আলোচনায় না বসলে বুয়েটের সব ভবনে তালা লাগিয়ে দেওয়া হবে। তবে উপাচার্য আলোচনায় বসতে সম্মত হওয়ায় তারা দুপুরের সময়সীমা থেকে পিছিয়ে এসেছেন।

বুয়েট শিক্ষার্থীরা আজ (শুক্রবার) তাদের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করবেন।

আরও পড়ুন- খাতায় অঙ্ক শেষ করতে পারেননি আবরার

বুয়েটের তড়িৎকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছেন তার সহপাঠীরা। আবরারের হত্যায় জড়িতদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার, আবরার হত্যা মামলার সব খরচ বুয়েট প্রশাসনের বহন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবরার হত্যার বিচারসহ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নির্যাতনমুক্ত পরিবেশ তৈরি ও বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের মতো দাবিগুলো রয়েছে শিক্ষার্থীদের।

গত সোমবার (৭ অক্টোবর) ভোরে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তার সহপাঠীরা বলছেন, শিবির সন্দেহে তাকে ডেকে নিয়ে পিটিয়ে মেরেছে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের বুয়েট শাখার এক নেতাও স্বীকার করেছেন, আবরারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও মারধরের সময় তিনি উপস্থিত ছিলেন না বলে জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

আবরার হত্যা: প্রতিবাদে মুখর ক্যাম্পাস [ফটো স্টোরি]

আবরার হত্যার ঘটনা পুঁজি করে মাঠে নেমেছে ছাত্রশিবির

আবরার হত্যা আবরার হত্যাকাণ্ড উপাচার্যের সঙ্গে সংলাপ বুয়েট উপাচার্য ড. সাইফুল ইসলাম সংলাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর