Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা উদ্ধার অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২


১২ অক্টোবর ২০১৯ ০৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে একজন রোহিঙ্গা রয়েছেন। এরা হলেন— হাতিয়ার গুনা এলাকার আহাম্মদ হোসেন (৪৫) ও নয়াপাড়া মৌচনী শরণার্থী ক্যাম্পের আব্দুর রহমান (৪৬)।

এসময় ঘটনাস্থলে দু’টি এলজি, ৪ রাউন্ড শটগানের গুলি এবং পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

শনিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার পর্যটন বাজারের উত্তর পূর্বে মালিরমার ছড়ায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযান পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। নিহত দু’জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। দু’জনকে গ্রেফতার করার পরে ভোরে তাদের নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধার অভিযানে যান পুলিশ সদস্যরা। এসময় তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আহাম্মদ হোসেন ও আব্দুর রহমান গুলিবিদ্ধ হন। তাদের সহযোগীরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

অস্ত্র ইয়াবা টপ নিউজ বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

চালু হলো পাঠাও পে
৮ জুলাই ২০২৫ ১৫:০৬

আরো

সম্পর্কিত খবর