Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধর-মামলা, জামিন পেলেন রহিম


১৩ অক্টোবর ২০১৯ ২২:১৪

ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মোবাইল চুরি মিথ্যা মামলার আসামি হওয়া সেই মো. রহিম জামিন পেয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিনের আদেশ দেন।

এদিন রহিমের পক্ষে তার আইনজীবী শারমিন সুলতানা টুম্পা জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘রহিম ঘটনার সঙ্গে জড়িত না। হয়রানি করার উদ্দেশে তাকে মামলায় জড়ানো হয়েছে। আসামি গুরুতর অসুস্থ। সার্বিক দিক বিবেচনা করে জামিনের প্রার্থনা জানাচ্ছি।’

বিচারক শুনানি শেষে জামিনের আদেশ দেন।

আরও পড়ুন

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে মারধর, চুরির মামলা

মামলা মারধর স্ত্রীকে উত্ত্যক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর