রূপগঞ্জে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী সালাউদ্দিন ভূঁইয়ার জয়
১৪ অক্টোবর ২০১৯ ২২:৫৫
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৫ হাজার ৫০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কবির হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে ১১ হাজার ৪২৯ ভোট পেয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, সাধারণ সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে মনির হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে মোরশেদ আলম, ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল কাউয়ুম, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন দোলন, ৭ নম্বর ওয়ার্ডে খোরশেদ আলম, ৮ নম্বর ওয়ার্ডে রমজান আলী ও ৯ নম্বর ওয়ার্ডে আওলাদ হোসেন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জাকিয়া সুলতানা বিজয়ী হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মো. আলমগীর হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে রিটন প্রধান এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে জিন্নাত আক্তার জিসান বিজয়ী হয়েছেন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন জাহানারা বেগম।
ফলাফল ঘোষণার পরে সালাউদ্দিন ভূঁইয়া গাজী ভবনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সঙ্গে দেখা করেন। এসময় তিনি পাটমন্ত্রী এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীকে ফুলেল শুভেচ্ছা জানান।
ইভিএম পদ্ধতিতে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করে করে নির্বাচন কমিশন। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৩৩ হাজার ১৩৭ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৭৪ ও নারী ১৬ হাজার ২৬৩ জন। ১৭ ভোটকেন্দ্রে ১১৪টি কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।