Sunday 16 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গি আস্তানা সন্দেহে রূপগঞ্জে ভবন ঘিরে রেখেছে ‘এটিইউ’

সিনিয়র করেসপন্ডেন্ট 
২ জুলাই ২০২৪ ১২:৩০ | আপডেট: ২ জুলাই ২০২৪ ১৩:৪০

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে এটিইউয়ের সদস্যরা। এটিইউ সদর দফতরের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি ৪তলা বাড়ি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান শুরু হবে।’ অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান এটিইউয়ের এই কর্মকর্তা।

ঘটনাস্থলে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, ‘নেত্রকোনার একজন নারী জঙ্গিকে গতকাল কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চলছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, আনসার আল ইসলামের ৩/৪জন ভবনের তিন তলায় অবস্থান করছে। সবকিছু মাথায় নিয়ে অভিযান চালানো হচ্ছে।’

সারাবাংলা/ইউজে/এমও

জঙ্গি আস্তানা বাড়ি ঘেরাও রূপগঞ্জ

বিজ্ঞাপন

মেলার ১৬তম দিনে নতুন বই এলো ১০৪টি
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০১

মেলায় নাই সিসিমপুর, জমেনি শিশুচত্বর
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৪

আরো

সম্পর্কিত খবর