Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, একজনের যাবজ্জীবন


১৬ অক্টোবর ২০১৯ ১৬:২৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদরাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৪০ হাজার টাকা জরিমানারও আদেশ দিয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মশিউর রহমান খান এ রায় দেন।

দণ্ডিত মাহমুদুর রহমান হায়দার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শীলখালি ওয়ার্ডের বজল আহমদের ছেলে।

মামলার নথিপত্রের ভিত্তিতে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আক্তার সারাবাংলাকে জানান, ২০১৬ সালের ৪ আগস্ট বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামে মাদরাসায় যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে দশম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন।

পুলিশ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন। গ্রেফতার করা হয় আসামি মাহমুদুর রহমানকে।

অপহরণ করে ধর্ষণের অভিযোগে ছাত্রীর বাবা থানায় মামলা করেন। ওই মামলায় ২০১৬ সালের ২৭ অক্টোবর অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৭ সালের ২৭ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় সাত জনের সাক্ষ্য নেওয়া হয়।

আদালত আসামিকে অপহরণের দায়ে ১৪ বছর এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একইসঙ্গে পৃথক দুই ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।

রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

কারাদণ্ড ছাত্রী মাদরাসা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর