Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামীণফোনের সাড়ে ১২ হাজার কোটি আদায়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা


১৭ অক্টোবর ২০১৯ ১৮:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বেসরকারি টেলিযোযোগ কোম্পানি গ্রামীণফোনের কাছ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ১২ হাজার ৫৮০ কোটি টাকা আদায়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের নিষেধাজ্ঞা দিয়ে ৫ নভেম্বর আপিল শুনানির জন্য দিন ঠিক করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ গ্রামীণফোনের দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে  এ আদেশ দেন।

গ্রামীণফোনের পক্ষের আইনজীবী আইনজীবী তানিম হোসেইন এই আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

এদিনে আদালতে শুনানিতে গ্রামীণফোনের পক্ষে  বার সভাপতি এ এম আমিন উদ্দিন,শরীফ ভূঁইয়া ও তানিম হোসেইন অংশ নেন। অন্যদিকে বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।

বিজ্ঞাপন

গত ২ এপ্রিল প্রায় ২৭টি খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি করে গ্রামীণফোনকে চিঠি দেয় বিটিআরসি। এই চিঠির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গ্রামীণফোন নিম্ন আদালতে একটি মামলা করে। এরপর গত ২৮ আগস্ট নিম্ন আদালত গ্রামীণের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন না মঞ্জুর করেন। নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে গ্রামীণফোন। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাম গ্রামীণফোন হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর