Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেলে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার


১৭ অক্টোবর ২০১৯ ২০:৩৪

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের এফ এম নূর উর রাফী হোস্টেলে অভিযান চালিয়ে ৫ শ ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় আরও জব্দ করা হয় মাদক সেবনের উপকরণ। গ্রেফতার করা হয় রিফাত খান নামের এক মাদক করাবরিকে।

এফ এম নূর উর রাফী হোস্টেলটি ইন্টার্ন চিকিৎসকরা ব্যবহার করেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শুরু হয় পুলিশের অভিযান। চলে ১ ঘণ্টা পর্যন্ত। এসময় হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন উপস্থিত ছিলেন।

হাসপাতালের পরিচালক ডা. বাকির বলেন, তাদের সীমানা প্রাচীর অতটা প্রোটেক্টেড নয়; এজন্য পাশের এলাকা আলেকান্দা থেকে মাদকসেবীরা এসে ছাত্রদের ভয়-ভীতি দেখিয়ে হোস্টেলে মাদক গ্রহণ করে। তবে এসব মাদকসেবন বা কারবারিদের বিরুদ্ধে ছাত্র সমাজের সাহসী হয়ে প্রতিরোধ করতে হবে।

নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া এ ব্যাপারে বলেন, মাদকগ্রহণ বা ব্যবসার সঙ্গে হোস্টেলের ইন্টার্ন চিকিৎসকরা জড়িত কি না তা তদন্তের পর বলা যাবে।

অভিযানের সময় রিফাত খান নামে এক মাদক কারবারিকে ওই হোস্টেলের তিন তলার ৩০৩ নম্বর কক্ষ থেকে গ্রেফতার করা হয়।

ইয়াবা উদ্ধার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর