Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


১৮ অক্টোবর ২০১৯ ০২:৩৮

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোতালেব নামে এক ব্যক্তি মারা গেছেন। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন।

গুলিবিদ্ধ অবস্থায় শুক্রবার (১৮ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া গলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

মোতালেবের বাড়ি উপজেলার রসুলপুর ছয়ানি গ্রামে। ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ সারাবাংলাকে বলেন, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে আমরা জানতে পারি যে, একদল ডাকাত রসুলপুর আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। আমাদের দু’টি টিম অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়।

গুলিবিদ্ধ হওয়ায় মোতালেব ধরা পড়ে, তবে তার সহযোগীরা পালিয়ে যায়। এসময় আকরাম হোসেন নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মোতালেবের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে— বলেন শাহ কামাল আকন্দ।

টপ নিউজ বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর