Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতাল হয়ে শ্রমিকের পা ভাঙলেন কথিত যুবলীগ নেতা


১৮ অক্টোবর ২০১৯ ১৬:০৭

আশুলিয়া: মদ খেয়ে মাতাল অবস্থায় রবি (৩৩) নামের এক শ্রমিককে পিটিয়ে তার বাম পা ভেঙেছেন আশুলিয়ার কথিত যুবলীগ নেতা রাজন। তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রার্থী বলে জানিয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে নরসিংহপুর এলাকার হামিম গার্মেন্টসের পাশে স্থানীয় এক সড়কে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক রবি জানান, তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। রাতে হামিম গার্মেন্টসের পাশের এলাকায় তার এক সহকর্মীর বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। এসময় স্থানীয় একটি সড়কের পাশে দাঁড়িয়ে কথিত যুবলীগ নেতা রাজন ভুঁইয়া, রাসেল, মাসুদ ওরফে পালসার মাসুদসহ আরও বেশ কয়েকজন মদ খেয়ে মাতলামো করছিল। হঠাৎ করেই রাজন ভুঁইয়া ও সঙ্গীরা তাকে ডেকে নিয়ে মারধর শুরু করে, পিটিয়ে তার বা পা ভেঙে দেয়। তাকে এলাকা ছেড়ে যাওয়ারও নির্দেশ দেয়।

আহত রবি এই ঘটনায় টানা ১০ দিন চিকিৎসায় ছিলেন। শুক্রবার (১৮ অক্টোবর) আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিবেন বলে তিনি জানান।

এ বিষয়ে কথিত যুবলীগ নেতা রাজন ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি মারধরের বিষয়টি স্বীকার করেন। এছাড়াও তার যুবলীগের পদ সম্পর্কে জানান, তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রার্থী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কথিত যুবলীগ নেতা রাজন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া রাজন ও তার সাঙ্গপাঙ্গরা প্রায় রাতে মদ খেয়ে সড়কের ওপর দাঁড়িয়ে মাতলামো করেন বলেও জানিয়েছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

আশুলিয়া কথিত নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর