Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউন্সিলে নতুন মুখ থাকবে: কাদের


১৯ অক্টোবর ২০১৯ ১৩:২২ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ১৫:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের নতুন কমিটি নতুন অনেকেই স্থান পাবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে, কাউন্সিল যথাসময়েই হবে। আওয়ামী লীগের কাউন্সিল মানেই নতুন নেতৃত্ব। নবীন-প্রবীণ মিলিয়ে নতুন কমিটিকে ঢেলে সাজানো হবে। কমিটিতে নতুন মুখ থাকবে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে পুরাতন মেঘনা সেতুর কাজের অগ্রগতি  পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে প্রতিপক্ষের প্রতি সহনশীল যে আচরণ করা দরকার, তা শেখ হাসিনা সরকার করছে। ভবিষ্যতেও সরকারের এমন সহনশীল আচরণ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সাংবাদিকরা আবরার হত্যার প্রসঙ্গ তুললে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আবরার হত্যাকারীরা ছাত্রলীগের হলেও প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেননি। শুধু আবরার হত্যা নয়, কোনো অপরাধীকেই প্রধানমন্ত্রী ছাড় দেন না। একইভাবে শুদ্ধি অভিযানে যারা চিহ্নিত হয়েছে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে। সেখানে দলের কেউ থাকলে তাদেরও ছাড় দেওয়া হবে না।

সেতুর কাজ পরিদর্শনের সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের কাউন্সিল ওবায়দুল কাদের নতুন মুখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর