শপথ সন্ধ্যায়
৫ জন নয়, উপদেষ্টা পরিষদে নতুন ৩ মুখ
১০ নভেম্বর ২০২৪ ১৯:৩২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২০:২৯
ঢাকা: অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন তিন নতুন উপদেষ্টা। রোববার (১০) মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এ দিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন তারা।
নতুন উপদেষ্টারা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলেনর সমন্বয়ক মাহফুজ আলম। এদের সেখ বশির উদ্দিন আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত মুখ। আর মাহফুজ আলম বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে, এদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের উপদেষ্টা পরিষদের আকার বৃদ্ধির কথা জানান। তবে তিনি সে সময় বিস্তারিত জানাননি।
যদিও এর বিশেষ সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদে নতুন পাঁচ মুখ যুক্ত হতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তিন জনের নাম নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ। আর নাম আসা দু’জনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বলে জানা গেছে। তবে পুলিশের সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরীর নিয়োগ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, বঙ্গভবন প্রেস উইংয়ের পাঠানো রাষ্ট্রপতির দৈনিক সূচিতে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানের কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। তবে শপথ গ্রহণের জন্য কাকে কাকে আমন্ত্রণ জানানো হয়েছে তা জানানো হয়নি। পরে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন উপদেষ্টাদের নাম নিশ্চিত করে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওইদিনই ভারতে চলে যান তিনি। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর তাঁদের সঙ্গে নতুন আরও চার উপদেষ্টা শপথ নেন গত ১৭ আগস্ট। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২১। নতুন করে তিন জন যুক্ত হলে এ সংখ্যা হবে ২৪।
সারাবাংলা/পিটিএম