Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু


২০ অক্টোবর ২০১৯ ১৭:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন। এরা হলেন— মহিদুল ইসলাম (৩৬) ও মিনহাজ (২৭)। তাদের বাড়ি গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামে। মহিদুলের বাবার নাম সৈয়দ আলী। মিনহাজ তাজুর মণ্ডলের ছেলে।

রোববার (২০ অক্টোবর) সকালে উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাংলু গ্রামের বেলাল হোসেনের বাড়িতে সেপটিক ট্যাংক তৈরি করে ঢেকে রেখেছিলেন তারা। আজ ট্যাংকের ভেতরে নেমে তারা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন