Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু


২১ অক্টোবর ২০১৯ ২০:৪৪

রাজশাহী: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে রুবেল (৩০) নামে এক ব্যক্তি ও তার তিনি বছর বয়সী মেয়ে রুমাইয়ার মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এদিন দুপুর আড়াইটার দিকে মহানগরীর ভদ্রা জামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মশিউর রহমান আরও জানান, রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে খুলনার উদ্দেশে যাওয়া কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তারা কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা রুমাইয়াকে খড়খড়ি এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর