Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক কারখানা পরিদর্শনে ‘নিরাপনে’র কার্যক্রমে নিষেধাজ্ঞা


২৩ অক্টোবর ২০১৯ ০৩:৪৪

ঢাকা: উত্তর আমেরিকাভিত্তিক তৈরি পোশাকের ক্রেতা জোট প্রতিষ্ঠান ‘নিরাপন’ বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা পরিদর্শন করতে পারবে না। প্রতিষ্ঠানটির নিরাপত্তা পরিদর্শন কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

ড্রাগন সোয়েটার লিমিটেডের করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

পরে ইমতিয়াজ মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত বছরের শেষ দিনে অ্যালায়েন্স বাংলাদেশ ত্যাগ করে। এরপর এপ্রিলে নিরাপন তাদের কাজ শুরু করে। ওই অ্যালায়েন্স নিয়ে ২০১৭ সালে ড্রাগন সোয়েটার লিমিটেড হাইকোর্টে রিট করে। সেই রিটে নিরাপনকে পক্ষভুক্ত করার আবেদন করি। আদালত সেই আবেদনে মঞ্জুর করে। এরপর সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আদালত তাদের কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন।

তৈরি পোশাক খাতের উত্তর আমেরিকার ক্রেতাজোট সংস্থা অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি (অ্যালায়েন্স) নির্ধারিত সময়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম গুটিয়ে নিলেও চলতি বছরের শুরুর দিকে নতুন রূপে কার্যক্রম শুরু করেছে। এই নতুন প্ল্যাটফর্মটিই হলো ‘নিরাপন’।

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর