Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে আড়াই কেজি সোনাসহ যাত্রী আটক


২৩ অক্টোবর ২০১৯ ১৮:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ মোহাম্মদ আরমানে নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বেলা পৌনে দুইটার দিকে সিলেট হয়ে ঢাকায় আসে বাংলাদেশ বিমানের বিজি০২৩৬ ফ্লাইটটি শাহজালালে আসে। জেদ্দা থেকে আসা এই ফ্লাইটে সিলেট থেকে আসে মোহাম্মদ আরমান (২৯)। গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে তার প্যান্টের ওয়েস্ট ব্যান্ড থেকে বিশেষ কায়দায় লুকানো ২০ পিস বার জব্দ করা হয়। জব্দ বারগুলোর ওজন ২ কেজি ৩০০ গ্রাম। এগুলোর বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

বিজ্ঞাপন

আলমগীর হোসেন আরও জানান, রূপম নামে এক যাত্রী তাকে এই স্বর্ণ ফ্লাইট চলাকালীন তাকে দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আটক মোহাম্মদ আরমান চট্টগ্রামের লোহাগাড়া থানার পেন্ডাইর পাড়া (উত্তর পদুয়া) গ্রামের মনির আহমদের ছেলে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান।

বিমানবন্দর শাহজালাল স্বর্ণ জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর