Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করছে আ’লীগ প্রার্থী’  


৭ ডিসেম্বর ২০১৭ ১৩:৫০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৭ ১৩:৫৩

স্পেশাল করেসপন্ডেন্ট

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, আওয়ামী লগের প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। কিন্তু নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের মনোনীতি প্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তাদের নাকের ডোগায় বসে আওয়ামী লীগ প্রার্থী একের পর এক আচরণবিধি লংঘন করছেন। এ ধারা অব্যাহত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে না বলে আমরা আশঙ্কা করছি।

এজেড/টিএম

রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর