Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইভ-জি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানের কেডিডিআই


২৪ অক্টোবর ২০১৯ ২০:৫৮

ঢাকা: ফাইভ-জি নেটওয়ার্কসহ আরও পাঁচ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপানের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি কেডিডিআই।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ আগ্রহ প্রকাশ করেন। কেডিডিআই এর গ্লোবাল আইসিটি বিভাগের জেনারেল ম্যানেজার হিরায়েসু মরিশিতার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশে ফাইভ-জি নেটওয়ার্ক, আইওটি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং কানেক্টিভিটিখাতসহ ডিজিটাল প্রযুক্তিখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন সফররত এই কর্মকর্তারা।

এ সময় জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ গত ১১ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে অনেক দূর এগিয়ে গেছে।ফলে বিভিন্ন খাতের পাশাপাশি টেলিকম ও ডিজিটাল প্রযুক্তিখাতে বিদেশি বিনিয়োগের ‍নির্ভরযোগ্য জায়গায় পরিণত হয়েছে।
বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ কাজে লাগিয়ে তিনি জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে গত ২০১৮ সালে টেলিযোগাযোগমন্ত্রী জাপানে অনুষ্ঠিত জাপান আইটি উইকে যোগ দেন। ওই সময় তিনি জাপানের বৃহত্তম টেলিকম কোম্পানি কেডিডিআই কর্তৃপক্ষের সাথে বাংলাদেশে টেলিকম খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন এবং এই খাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এরই ধারাবাহিকতায় বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে কেডিডিআই প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছেন।

কেডিডিআই জাপান

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর