Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বাস উল্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু


২৫ অক্টোবর ২০১৯ ১৪:৫৭

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাস উল্টে তিনজন মারা গেছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রহবল পাকুড়তলা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনায় শাহানুর বেগম (২২), তার আড়াই বছর বয়সী মেয়ে মঞ্জিলা এবং মেহেদী হাসান নামে তিন বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়। শাহানুরের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামে। তার স্বামীর নাম মনোয়ার হোসেন। মেহেদী হাসান দিনাজপুরের কাহারোল উপজেলার আল আমিনের ছেলে। দুর্ঘটনায় আহত পাঁচজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসটি ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর