Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য প্রসারে নেপালের সঙ্গে দ্রুত পিটিএ বাস্তবায়নের তাগিদ


২৬ অক্টোবর ২০১৯ ১৯:৫৮

বাংলাদেশ ও নেপালের ব্যবসা-বাণিজ্য প্রসারে দুই দেশের মধ্যকার প্রিপারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দ্বিপাক্ষিক বৈঠকে এ তাগিদ দেন শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হক এ তথ্য জানান। তিনি জানান, দুই প্রধানমন্ত্রীর আলাপে কানেটিভিটি, বন্দর ব্যবহার, ব্যবসা-বাণিজ্য কি করে বৃদ্ধি করা যায়, বাংলাদেশ-ইন্ডিয়া-নেপাল ভুটান (ভিভিআইএন) প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

পিটিএ ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পিটিএ ইস্যুটা অনেকদিন থেকে নেপালের কাছে আছে। এটি দ্রুত শেষ করে ফেললে দুই দেশের বাণিজ্য আরও বৃদ্ধি পাবে।’

ভিভিআইএন কানেকটিভি প্রসঙ্গে দুই প্রধানমন্ত্রীর আলোচনা বিষয়ে শহীদুল হক বলেন, ‘যদি ভুটানের এখন অসুবিধা হয় তবে বাকি তিন দেশ মিলে এটা করে ফেলতে পারি। ওরাও (নেপাল) এতে রাজি আছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমিও এটা রেইজ করেছি, তোমরা রেইজ করো। এটা আমরা করে ফেলি।’

নেপাল পিটিএ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর