Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১ জনের মৃত্যু


২৭ অক্টোবর ২০১৯ ১১:৫৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু সাইদ ছৈটকা নামে এক কথিত ডাকাতের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৪ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় পিস্তল।

রোববার ( ২৭ অক্টোবর) ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাইদ ছৈটকা জোরকারদিয়া এলাকার নাজিম মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মৃত সাইদ ছৈটকার নামে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় ৮-১০টি ডাকাতির মামলা রয়েছে। শনিবার তাকে আটকের পর তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। এসময় উঁৎ পেতে থাকা অন্য ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে মারা যায় সাইদ। তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান ওসি নজরুল। আহত চার পুলিশ সদস্য হলেন- থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ চন্দ্র দাস, কনস্টেবল লিটন মিয়া ও রফিকুল ইসলাম।

‘বন্দুকযুদ্ধ’ নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর