কুড়িগ্রামে বিএসএফ’র গুলিতে ‘ভারতীয় পাচারকারী’ নিহত
২৮ অক্টোবর ২০১৯ ১৯:২৪
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিএসএফ’র গুলিতে আখেরুল শেখ নামে এক ভারতীয় নাগরিক মারা গেছেন। বিএসএফ জানিয়েছে, নিহত ব্যক্তি গরু পাচারকারী।
সোমবার (২৮ অক্টোবর) উপজেলার বাঁশজানী সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
বিএসএফ’র তথ্য অনুযায়ী, আখেরুলের বাড়ি কুচবিহার জেলার দিনহাটা দীঘলটারী গ্রামে। তার বাবার নাম মানিক শেখ। এদিন সীমান্তের ৯৭৫ নম্বর মেইন পিলার এবং ৮ ও ৯ নম্বর সাব পিলারের মাঝখানে শূন্য রেখায় স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে।
সীমান্তে বিএসএফ’র টহল জোরদার দেখে স্থানীয়রা ময়দান বিজিবিকে জানায়। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি দেখতে পায়। পরে বিএসএফ মরদেহটি শনাক্ত করে। তারা জানায়, আখেরুল শেখ গরু পাচার করার চেষ্টা করছিল।
ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার রফিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি তাদের হস্তান্তর করা হয়েছে।