Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সলঙ্গায় দেশীয় অস্ত্রসহ চার ডাকাত আটক, ট্রাক জব্দ


২৯ অক্টোবর ২০১৯ ১৯:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলা থেকে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, তাদের ব্যবহৃত ট্রাক এবং ডাকাতির বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে নেওয়ার আদেশ দেন। এর আগে সোমবার রাতে হাটিকুমরুল-রংপুর মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়।

এরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার মালিগাতী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন ওরফে সাগর (৩৮), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের মোজদার আলীর ছেলে মো. সবুজ শেখ (২৭), রায়গঞ্জ উপজেলার রামকৃষ্ণ কোদলা গ্রামের সোনা মণ্ডলের ছেলে মো. আক্তার হোসেন (৪৫) ও বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর আশ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রঞ্জু মিয়া (২৬)।

বিজ্ঞাপন

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ন কবির বলেন, ডাকাত দলের অন্য সদস্যদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর