Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লি বিমানবন্দরে বোমা আতঙ্ক


১ নভেম্বর ২০১৯ ১১:০০

ভারতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘সন্দেহজনক বস্তু’ উদ্ধার করেছে পুলিশ। বিমানবন্দরে তল্লাশি চালিয়েছে বোমা বিশেষজ্ঞ দল ও ডগ স্কোয়াড।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত মধ্যরাতে পুলিশের কাছে সন্দেহজনক ব্যাগটির তথ্য আসে। এরপরই টার্মিনালের ভেতরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে নিজেদের ভীতির কথা জানান।

দিল্লি পুলিশ জানিয়েছে, সন্দেহজনক বস্তুটি বিমানবন্দরের টার্মিনাল-৩ থেকে উদ্ধার করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।

এই ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানযাত্রীরা বলেছেন, কিছু সময়ের জন্য যাত্রীদের ওই টার্মিনালের বাইরে যেতে দেওয়া হয়নি।

এর আগে গত ২৯ অক্টোবর ভারতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জানায়, তাদের বরাবর আসা এক বেনামী পত্রে ভারত-বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। যেই ম্যাচটি ৩ নভেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টপ নিউজ দিল্লি বোমা আতঙ্ক ভারত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর