Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে কন্যাশিশুকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা (ভিডিও)


১ নভেম্বর ২০১৯ ১১:৪০ | আপডেট: ১ নভেম্বর ২০১৯ ১১:৪৩

ভারতের হায়দ্রাবাদে এক কন্যাশিশুকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। উদ্ধার হওয়া শিশুটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

শুক্রবার (১ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য দেওয়া হয়। আটক হওয়া ব্যক্তিরা করিমনগরের বাসিন্দা।

একজন অটো চালক প্রথম ঘটনাটি খেয়াল করেন। তিনি দেখেন, জুবলি বাসস্ট্যান্ডের পাশে দুইলোক ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তারা মাটি খুঁড়তে থাকে। পুলিশ বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে। তারা ব্যাগের ভেতর কন্যাশিশুটিকে দেখতে পায়।

আটক ওই দুজন দাবি করেন, চিকিৎসায় অপারেশন ব্যর্থ হলে তাদের নাতনি মারা যায়। পাবলিক মাসে মরদেহ নেওয়া যাবে না, তাই তারা মাটি খুঁড়ছিলেন। মরদেহ সমাহিত করার জন্য।

কিন্তু কন্যাশিশুটিকে বেঁচে আছে বলে পরবর্তীতে জানা যায়। পুনরায় জীবন পাওয়া শিশুটিকে গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে, চলছে তদন্ত।

কন্যাশিশু জীবন্ত কবর ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর