Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দস্যুমুক্ত সুন্দরবনের এক বছর


১ নভেম্বর ২০১৯ ১৪:৩০

সংগৃহীত ছবি

বাগেরহাট: বিশ্বঐতিহ্য সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার প্রথম বার্ষিকী আজ। গত বছরের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুন্দরবনকে দস্যুমুক্ত বলে ঘোষণা করেন। সেদিন সর্বশেষ ৬টি বনদস্যু বাহিনী আত্মসমর্পণ করে।

২০১৫ সালে প্রথম শুরু হয় দস্যুবাহিনীগুলোর আত্মসমর্পণ প্রক্রিয়া। র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণে এগিয়ে আসে মাস্টার বাহিনী প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ৯ বনদস্যু। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন।

বিজ্ঞাপন

এরপর পর্যায়ক্রমে আত্মসমর্পণ করে, মজনু বাহিনী, ইলিয়াস বাহিনী, আলম বাহিনী, শান্ত বাহিনী, মানজার বাহিনী, মজিদ বাহিনী, বড় ভাই বাহিনী, ভাই-ভাই বাহিনী, সুমন বাহিনী, আলীপ বাহিনী, জাহাঙ্গীর বাহিনী, দাদা ভাই বাহিনী, হান্নান বাহিনী, আমির বাহিনী, মুন্না বাহিনী, ছোট শামছু বাহিনী, মানজু বাহিনীসহ ২৬টি দস্যুদলের সদস্যরা।

সর্বশেষ ২০১৮ সালের ১ নভেম্বর বাগেরহাট স্টেডিয়ামে সত্তার বাহিনী, শরিফ বাহিনী, সিদ্দিক বাহিনী, আল-আমিন বাহিনী, আনারুল বাহিনী ও তৈয়ব বাহিনীর বনদস্যুরা আত্মসমর্পণ করেন।

এ পর্যন্ত আত্মসমর্পণকৃত ৩২টি বাহিনী প্রধানসহ সর্বমোট ৩২৮ বনদস্যু আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তারা র‌্যাবের হাতে তুলে দিয়েছেন মোট ৪৬২টি আগ্নেয়াস্ত্র ও ৩৩ হাজার ৫০৪ রাউন্ড গোলাবারুদ। এর ফলে দীর্ঘ ৪০ বছর পর গোটা সুন্দরবন এখন বনদস্যুদের শঙ্কা থেকে রেহাই পেয়েছে।

সুন্দরবন দস্যুমুক্ত হওয়ায় জীববৈচিত্র্যের পাচার রোধ হয়েছে। জেলে-বনজীবীদের আতঙ্ক কমেছে।

বিজ্ঞাপন

টপ নিউজ দস্যুমুক্ত সুন্দরবন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর