Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লিতে ভয়াবহ বায়ু দূষণ, স্কুল বন্ধ ঘোষণা


১ নভেম্বর ২০১৯ ১৬:৩৮ | আপডেট: ১ নভেম্বর ২০১৯ ১৭:০৪

বায়ু দুষণে নাকাল দিল্লিবাসী; ছবি: রয়টার্স

বাতাসের গুণমান স্বাস্থ্যের পক্ষে নিরাপদ বলে যে মাত্রাকে ধরে নেওয়া হয়, তারচেয়ে পাঁচ গুনেরও বেশি দূষিত হয়ে গেছে নয়া দিল্লির বাতাস।  এমন ভয়াবহ বায়ু দূষণে ভারতের রাজধানীতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর এনডিটিভি।

জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরী অবস্থায় নয়া দিল্লিতে সকল স্কুল ৫ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এ কমিটি নয়া দিল্লিতে যে কোনও ধরণের নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে শীতকালে দিল্লিতে আতশবাজিতেও  দিয়েছেন নিষেধাজ্ঞা।

এবার দিল্লিতে বায়ু দূষণের সূচক ৫০০ স্পর্শ করেছে। এর অর্থ হলো, পিএম-২.৫ অর্থাৎ ২ দশমিক ৫ মাইক্রোমিটারের ছোট পদার্থ বাতাসে উড়ছে। শ্বাস-প্রশ্বাসের সময় তা মানুষের ফুসফুসে চলে যাচ্ছে সহজে। উল্লেখ্য, বায়ু দূষণ সূচক ০ থেকে ৫০ পর্যন্ত হলে তা স্বাভাবিক ও স্বাস্থ্যের পক্ষে অনুকূল বলে ধরে নেওয়া হয়।

দিল্লিতে এ চিত্র অবশ্য এবার নতুন নয়। ভারতের রাজধানী প্রতিবছর এই সময়টায় ভয়াবহ বায়ু দূষণে আক্রান্ত হয়ে থাকে।

টপ নিউজ দিল্লি বায়ু দূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর