শিক্ষকের কথায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে আটক
২ নভেম্বর ২০১৯ ১৬:২৬
নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলায় মনিরুল ইসলাম নামে এক ছাত্রকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মনিরুল ইসলাম অন্যের হয়ে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিতে এসেছিলেন।
অপরাধ স্বীকার করায় শনিবার (২ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এর আগে সকাল ১১টায় উপজেলা সদরের সরফতুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
মনিরুল ইসলামের বাড়ি উপজেলার জয়দেবপুর শুঁটকিডাঙ্গা গ্রামে। তার বাবার নাম দুরুল হুদা।
ভ্রাম্যমাণ আদালতকে মনিরুল ইসলাম জানান, জয়দেবপুর ইসলামীয়া দাখিল মাদরাসার এক শিক্ষকের কথায় তিনি জেডিসি পরীক্ষার্থী মানিরুলের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন।
কল্যাণ চৌধুরী সারাবাংলাকে বলেন, এ ঘটনায় পরীক্ষার্থী যেমন অপরাধী— মাদরাসা কর্তৃপক্ষও সমান অপরাধী। পরীক্ষার্থীকে ইতোমধ্যে সাজা দেওয়া হয়েছে। সাত দিনের কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।