Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইঁদুর মারতে পাতা কলে প্রাণ গেল যুবকের


৩ নভেম্বর ২০১৯ ১৭:১৭

বরিশাল: বরিশালের গৌরনদী পৌর এলাকায় বিদ্যুতায়িত হয়ে নাজমুল শিকদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) দুপুরে গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান সারাবাংলাকে এ তথ্য জানান।

নাজমুলের বাড়ি গৌরনদীর কাসেমাবাদ এলাকায়। তার বাবার নাম সরোয়ার শিকদার।

তিনি বলেন, গৌরনদীর কাসেমাবাদ এলাকায় ফসল রক্ষা করতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদ পেতে ছিলেন কৃষক আজাহার বেপারী। সেই ফাঁদে তিনি বিদ্যুত সংযোগ দিয়েছেন। গতকাল দিনগত রাতে বাড়ি ফেরার সময় নাজমুল শিকদার ওই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

পুলিশ নাজমুলের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিদ্যুতায়িত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর