Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিভিসি ফাইন্যান্সের সঙ্গে চুক্তি করলো নগদ


৩ নভেম্বর ২০১৯ ১৮:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদের সঙ্গে সিভিসি ফাইন্যান্স লিমিটেডের এক চুক্তি সই হয়েছে। এর ফলে সিভিসি ফাইন্যান্সের গ্রাহকেরা এখন থেকে নগদ সেবার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। রোববার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নগদের চিফ সেলস অফিসার শেখ আমিনুর রহমান ও সিভিসি ফাইন্যান্স লিমিটেডের মহাব্যবস্থাপক মো. মোকতাদির হোসেন ওই চুক্তিতে সই করেন। এ সময় নগদের চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিসি ফাইন্যান্স লিমিটেড উদ্ভাবনী কিছু বিষয় নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি করপোরেট ফাইন্যান্স, কনজিউমার ফাইন্যান্স, এসএমই ফাইন্যান্স, অ্যাগ্রিকালচারাল ফাইন্যান্স, সাসটেইনেবল ফাইন্যান্স এবং বিভিন্ন ধরনের ডিপোজিট সুবিধা নিয়ে কাজ করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এখন দেশের দ্বিতীয় আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। এছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জও এখন নগদে। প্রতি হাজারে নগদের ক্যাশ-আউট চার্জ এখন মাত্র ১৪ টাকা ৫০ পয়সা। পাশাপাশি প্রতি হাজারে ক্যাশ-ইনে থাকছে ৫ টাকা ক্যাশব্যাক।

নগদ সিভিসি ফাইন্যান্স

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর