Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাতুনগঞ্জে ৩ গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা


৩ নভেম্বর ২০১৯ ২১:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: পেঁয়াজের দাম বৃদ্ধির লাগাম টানতে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আমদানি মূল্যের চেয়ে প্রায় তিনগুণ বেশি দামে মিয়ানমারের পেঁয়াজ বিক্রির প্রমাণ পেয়ে চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রোববার (৩ নভেম্বর) বিকেলে র‌্যাব সদস্যদের নিয়ে খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

চারটি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স খাতুনগঞ্জ ট্রেডিংকে ৫০ হাজার টাকা, অছিউদ্দিন ট্রেডার্সকে ৪০ হাজার টাকা এবং সৌমিক ট্রেডার্স ও বেঙ্গল ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করেছে ৪২ টাকা কেজি দরে। মূল্যতালিকায় লেখা আছে প্রতিকেজি ৬০ থেকে ৭০ টাকা। অথচ পাইকারিতে বিক্রি করছে ৯০ থেকে ১১০ টাকা দরে। প্রতিটি আড়তে প্রায় তিনগুণ বেশি দাম নেওয়া হচ্ছিল। অভিযানের পর প্রতিকেজি মিয়ানমারের পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।’

তৌহিদুল জানান, অছি উদ্দিন ট্রেডার্স তাদের নিজেদের আড়তে মূল্যতালিকায় মিয়ানমারের পেঁয়াজের দাম লিখেছে ৬০ থেকে ৭০ টাকা। কিন্তু সিলেটগামী একটি ট্রাকের চালানে দাম লেখা আছে ১১০ টাকা। খাতুনগঞ্জে সবচেয়ে বেশি পেঁয়াজ জমা আছে মেসার্স খাতুনগঞ্জ ট্রেডিংয়ের আড়তে। এই আড়তের সামনে কুমিল্লা-ব্রাক্ষ্মণবাড়িয়াগামী ট্রাকে ১১০ টাকা দরে কেনা পেঁয়াজ বোঝাইয়ের প্রমাণ পাওয়া গেছে।

অভিযানের সময় খাতুনগঞ্জ বাজারের কমিশন এজেন্টরা পালিয়ে যান বলে জানান তিনি।

অভিযান খাতুনগঞ্জ বাজার জরিমানা পেঁয়াজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর