পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার
সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ২২:২০ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ০৯:১৮
৬ নভেম্বর ২০২৪ ২২:২০ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ০৯:১৮
ঢাকা: পেঁয়াজ আমদানিতে কাস্টমস শুল্ক ও রেগুলেটরি শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সুবিধা ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
বুধবার (৬ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ কাস্টমস ডিউটি ও ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি ছিলো। এই প্রজ্ঞাপনের মাধ্যমে রেগুলেটরি ও কাস্টমস ডিউটি অব্যাহতি পেলেন আমদানিকারকরা। এর ফলে দেশে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগ তৈরি হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে মূল্য কমাতে পেঁয়াজ, আলু ও ডিমের আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব এনবিআরকে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
সারাবাংলা/ইএইচটি/এসআর