Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জের এসপি হারুনকে প্রত্যাহার


৩ নভেম্বর ২০১৯ ২৩:২৫ | আপডেট: ৪ নভেম্বর ২০১৯ ১২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নারায়ণগঞ্জের আলোচিত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার হেড কোয়ার্টারে পুলিশ সুপার (টিআর) হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর) শাখায় বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে গত বছরের ২ ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। ওই সময় তিনি ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি গাজীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার স্ট্যান্ড রিলিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর