Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু


৪ নভেম্বর ২০১৯ ১৭:১১

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার (৪ নভেম্বর) সকালে গাছ কাটতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন।

মারা গেছেন— দেলোয়ার হাওলাদার (৭০), তার ভাইয়ের স্ত্রী হামিদা বেগম (৬০) এবং ভাতিজা রাসেল (১৬)। তাদের বাড়ি উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দেলোয়ার তার বাড়ির সামনের বাগানে সুপারি গাছ কাটছিলেন। কাটা শেষ হলে গাছটি বিদ্যুতের তারের ওপরে পড়ে আটকে যায়। দেলোয়ার বিষয়টি বুঝতে পারেননি। তিনি গাছটি টেনে নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে একে একে হামিদা বেগম ও রাসেল এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু জানান, ঘটনাটি মর্মান্তিক। চাচা, ভাতিজা ও ভাইয়ের স্ত্রীর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎ বিভাগের এ বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর