Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশি পেঁয়াজ পাইকারিতে ১২০, খুচরা বাজারে ১৪০ টাকা


৪ নভেম্বর ২০১৯ ১৮:১৭

ঢাকা: পাইকারি ও খুচরা উভয় বাজারে পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। পাইকারি বাজারে পেঁয়াজের কেজি এখন ১২০ থেকে ১৩০ টাকার ঘরে। আর খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৪০ টাকায়। সে হিসেবে কোথাও কোথাও পেঁয়াজের দাম দেড় শতকের ঘর স্পর্শ করলেও তা কিছুটা কমে এসেছে।

সোমবার (৪ নভেম্বর) কারওয়ান বাজার ও কয়েকটি খুচরা বাজার ঘুরে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

কারওয়ান বাজারের পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম এখন ১২০ থেকে ১২৪ টাকায় বিক্রি হচ্ছে৷ গত এক সপ্তাহ আগে ১৩০ টাকাতেও বিক্রি হচ্ছিল এই পেঁয়াজ। সে হিসেবে এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম কমেছে অন্তত ৫ টাকা।

ভারতীয় পেঁয়াজও ১৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহেও এই দামে বিক্রি হচ্ছিল। আর মিসরের পেঁয়াজের দাম বেড়ে ১১৫ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এক সপ্তাহ আগেও এই পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৫ টাকা কেজিতে। সে হিসেবে মিসরের পেঁয়াজ কেজিতে অন্তত ২০ টাকা বেড়েছে।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা আব্দুস সালাম বলেন, ‘পেঁয়াজের দাম কিছুটা কমছে। আগের চেয়ে এখন ৪ থেকে ৫ টাকা কমে পেয়াজ বিক্রি হচ্ছে।’

আরেক বিক্রেতা অন্তর সারাবাংলাকে বলেন, ‘দেশি পেঁয়াজের দাম কিছুটা কমলেও মিসরের পেঁয়াজের দাম বেড়েছে। ভারতীয় পেঁয়াজ না থাকায় মিসরের পেঁয়াজের দাম বাড়ছে।’

কারওয়ান বাজারের লাকসাম বাণিজ্যালয়ের মালিক মো. হাবিবুর রহমান মোস্তফা বলেন, ‘বাজারে পেঁয়াজের দাম এখনো ওঠানামা করছে। দেশি পেঁয়াজের দাম কমলেও মিসরের পেঁয়াজের দাম বেড়েছে। বেশি দামে কিনে আনায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

বিজ্ঞাপন

কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে আসা ফার্মগেটের বাসিন্দা সোহেল রানা বলেন, ‘দাম বাড়ায় আগের চেয়ে এখন পেঁয়াজ কম কিনি। তারপরও তো আগের চেয়ে বেশি খরচ হচ্ছে। বাজার খরচ সামাল দিতে গিয়ে এতে হিমশিম খেতে হচ্ছে।’

এদিকে, মহাখালীর বউবাজারে দেশি পেঁয়াজ সর্বোচ্চ ১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কিছু কিছু দোকানে ১৩০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের কেজিও ১৪০ টাকা।

এ বাজারের পেঁয়াজের বিক্রেতা আমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘খুচরা বাজারে পেঁয়াজের দাম স্থির রয়েছে। আগের মতোই দেশি পেঁয়াজ ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।’

বিজয় স্মরণীর কলমিলতা বাজার ও ফার্মগেট ইন্দিরা রোডের মাহবুব প্লাজার নিচ তলার বাজারটিতেও একই দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

এদিকে বাজারে নতুন সবজি উঠলেও বেশিরভাগ সবজি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিম ৮০ টাকা, করলা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৬০ টাকা ও টমেটো ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের কেজি ৫০ থেকে ৮০ টাকা, শসা ৬০ ও গাজর ৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

কারওয়ান বাজার পেঁয়াজ বাজারদর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর