Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, যুবক আটক


৫ নভেম্বর ২০১৯ ১৯:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদর উপজেলায় শানু বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ওই যুবককে থানায় সোপর্দ করে শানুর প্রতিবেশীরা। এদিন সকালে উপজেলার হাতিগাড়া এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

আটক যুবকের নাম দেলোয়ার হোসেন। তার বাবার নাম আবদুর রহমান।কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিতে তিনি বলেন, সকালে শানু বেগম পিঠা বানাচ্ছিলেন। দেলোয়ার হঠাৎ তার ঘরে ঢুকে পড়ায় শানু গালাগালি করেন। সে সময় দেলোয়ার দা দিয়ে কুপিয়ে শানুকে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর