ডেনিম এক্সপোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়
৬ নভেম্বর ২০১৯ ১৮:৫৩
ঢাকা: দেশে ডেনিম পণ্যের সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে ডেনিম এক্সপো-২০১৯। মঙ্গলবার, ৫ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া এই এক্সপো শেষ হচ্ছে বুধবার (৬ নভেম্বর) রাতে।
এক্সপোর বিভিন্ন স্টলে দেশি-বিদেশি ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিটি ডেনিম স্টলই তুলে ধরেছে তাদের নতুন নতুন পণ্য।
এক্সপোতে অংশ নেওয়া ডেনিম এক্সপার্ট-এর এক্সিকিউটিভ সালাউদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমরা এখানে দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে কথা বলছি। আমরা কী কী পণ্য উৎপাদন করতে পারি ক্রেতাদের তা জানানো হচ্ছে। একই সঙ্গে আমাদের উৎপাদিত নতুন পণ্যও প্রদর্শন করছি।’ এছাড়া তিনি বলেন, ‘বিদেশি ক্রেতাদের সামনে আমাদের পণ্য প্রদর্শন করার পর তারা কিছু ক্ষেত্রে আগ্রহ দেখায়। প্রতিবারই কিছু না কিছু অর্ডার পাওয়া যায়।’
পাইওনিয়ার ডেনিম-এর মার্কেটিং ম্যানেজার দীপংকর সারাবাংলাকে বলেন, ‘দেশে ডেনিম পণ্যের ক্ষেত্রে এখনো বিদেশের ওপর নির্ভরতা বেশি। প্রায় ৪০ থেকে ৬০ শতংশের ক্ষেত্রে এখনো বিদেশি নির্ভরতা রয়েছে। আমরা আমাদের নিজেদের মতো সক্ষমতা অর্জনের চেষ্টা করছি। নতুন নতুন পণ্য এখানে প্রদর্শন করছি। ক্রেতারাও প্রতিবছরই কিছু না কিছু আগ্রহ দেখিয়ে থাকে। মেলা থেকে নতুন অর্ডারও পাওয়া যায়।’
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত এ মেলায় সুইডিস পোশাক ব্র্যান্ড এইচঅ্যান্ডএম সহযোগী হিসেবে অংশ নিয়েছে। এবারের ডেনিম এক্সপোর মূল প্রতিপাদ্য হচ্ছে ‘দায়িত্বশীলতা’। পোশাক তৈরিতে পরিবেশ, সমাজ ও অর্থনৈতিক প্রেক্ষাপট কতটুকু দায়িত্বশীলতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে, তা বাংলাদেশ ডেনিম এক্সপোর এবারের আসরে আলোচিত হয়েছে।
সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে এবং পরিবেশবান্ধব উপায়ে পোশাক খাতের উৎপাদন ও টেকসই করা যায় এমন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে এবারের প্রদর্শনীতে। এই আয়োজনে বিশ্বের ডেনিম উৎপাদনকারী দেশগুলোর ৯১টি স্টল রয়েছে। এতে ফেব্রিক্স, গার্মেন্টস, সুতা, পোশাক খাতের অত্যাধুনিক যন্ত্রপাতি ও অ্যাকসেসরিজ স্থান পেয়েছে। এ ছাড়া দিনব্যাপী সেমিনার ও পণ্য প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে।
ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ডেনিম এক্সপোর মূল উদ্দেশ্যই হলো বিশ্ববাজারে ডেনিম সম্প্রদায়ের চাহিদা পূরণের পাশাপাশি দেশের ডেনিম পণ্য সম্পর্কে বিশ্ববাসীকে জানানো। ’