Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেসক্লাবের সামনে বাসচাপায় নারীর মৃত্যু


৭ নভেম্বর ২০১৯ ১৯:০৩ | আপডেট: ৭ নভেম্বর ২০১৯ ১৯:১৮

ঢাকা: রাজধানীর প্রেসক্লাবের বিপরীত পাশে যাত্রীবাহী বাসচাপায় রিনা বেগম (৬৫) নামের এক নারী মারা গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সারে ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রিনা বেগমকে হাসপাতালে নিয়ে আসা মেজবাহ উল করিম জানায়, প্রেসক্লাবের বিপরীত পাশে রাস্তা পার হওয়ার সময় বিকল্প পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। বাসটিকে জনতারা আটক করে।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রিনা বেগমের ছেলে মো. রানা। তিনি জানান, তাদের বাসা বংশাল নাজিরাবাজার আগা সাদেক রোডে। বাবা মৃত বাবুল মিয়া। তারা এক ভাই এক বোন। সকালে ছোট মেয়ে রুনার বাসা সেগুনবাগিচায় গিয়েছিলেন মা। সেখান থেকে বাসায় ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারীর মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

নারীর মৃত্যু বাসচাপায় বাসচাপায় নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর