Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে ৪ নম্বর সংকেত, সেন্টমার্টিনে আটকা পড়েছেন ১২০০ পর্যটক


৮ নভেম্বর ২০১৯ ১২:৫৮

কক্সবাজার: ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। যে কারণে ৩ নম্বর সর্তক সংকেট নামিয়ে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। দুর্ঘটনার আশঙ্কায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে আটকা পড়েছেন প্রায় ১২শ পর্যটক।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে সাগরে জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সাগরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকায় শুক্রবার (৮ নভেম্বর) সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার এই নিষেধাজ্ঞা জারি করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- আরও শক্তিশালী ‘বুলবুল’, ধেয়ে আসছে উপকূলের দিকে

নিষেধাজ্ঞার কারণে শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে টেকনাফ জাহাজঘাট থেকে কোনো পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি। সেন্টমার্টিন থেকেও কোনো জাহাজ ছেড়ে আসেনি টেকনাফে। ফলে প্রবাল দ্বীপটিতে আটকে থাকা প্রায় ১২০০ পর্যটক আজ ফিরতে পারছেন না। তবে দ্বীপের আবাসিক হোটেলগুলোতে তারা যেন নিরাপদে অবস্থান করতে পারেন, তা দেখভাল করছে স্থানীয় প্রশাসন।

কক্সবাজার আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় বুলবুল ক্রমশ শক্তিশালী হচ্ছে। এটি আগামীকাল শনিবার (৯ নভেম্বর) দুপুর অথবা বিকেলের দিকে খুলনা ও বরিশাল উপকূলে আঘাত হানতে পারে। সাগরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকলেও সকাল থেকে কক্সবাজারে কোনো বৃষ্টিপাত হয়নি। তবে আকাশে মেঘ রয়েছে। বাতাসও স্বাভাবিক রয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেন সারাবাংলাকে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলে প্রভাব মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রয়োজনীয় সবাইকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আর পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের নিরাপদে নিয়ে আসা হবে।

বিজ্ঞাপন

৪ নম্বর হুঁশিয়ারি সংকেত ঘূর্ণিঝড় বুলবুল পর্যটক সেন্টমার্টিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর