Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দমকা বাতাসে ভোলায় সাতটি বাড়ি বিধ্বস্ত, আহত ৮


৯ নভেম্বর ২০১৯ ২২:৪৭

ভোলা: ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় দমকা বাতাসে সাতটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন। এদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন— লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ মাল, তার ছেলে ইমরান ও তিশান।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালমোহনের পশ্চিম চরউমেদ ও চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

বুলবুল

চরউমেদের বাসিন্দা মো. ইব্রাহীম সারাবাংলাকে জানান, রাত সাড়ে ৯টার দিকে প্রচণ্ড বাতাস শুরু হয়। এতে আব্দুর রশিদের বাড়ির ভেঙে পড়ে। গাছপালাও উপড়ে পড়ে।

একই সময় ওসমানগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মোতালেব, তার ছেলে মামুন ও বিল্লাল এবং আব্দুল মুনাফের বাড়িও বিধ্বস্ত হয়। বড় গাছগুলো রাস্তায় ভেঙে পড়ে।

অন্যদিকে লালামোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চরপেয়ারীমোহন এলাকায় অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

বুলবুল

লালামোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি বলেন, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকায় গাছ পড়ে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

ঘূর্ণিঝড় বুলবুল চরফ্যাশন টপ নিউজ লালমোহন

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর