চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু, বিমান চলাচলও স্বাভাবিক
১০ নভেম্বর ২০১৯ ১২:০৩
ঢাকা: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বন্ধ থাকা চট্টগ্রাম সমুদ্রবন্দর ও শাহ্ আমানত বিমানবন্দরের কার্যক্রম রোববার সকাল থেকে ফের শুরু হয়েছে। এদিন সকাল ১০টায় সমুদ্রবন্দর ও সকাল ৭টায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘সকালে জাহাজ ক্যাপ্টেনদের বহির্নোঙরে পাঠানো হয়েছে। এছাড়া বন্দরে পণ্য উঠানামা, পণ্য খালাস শুরু হয়েছে।’
সচিব বলেন, ‘বন্দরের জেটিতে ষোলটি জাহাজ ছিল, বহিঃর্নোঙ্গরে আগে থেকেই পঞ্চান্নটি জাহাজ রয়েছে। জেটিতে থাকা ১৬টি জাহাজ বহির্নোঙরে পাঠানো হয়। এগুলো ফিরিয়ে আনা হচ্ছে।’
শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম সারাবাংলাকে জানান, ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে রোববার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ১৪ ঘণ্টা চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সহ সবধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হয়।
এখন ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে গিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আজকের মধ্যে কুমিল্লা অতিক্রম করে আসাম-ত্রিপুরার দিকে যেতে পারে।