Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্থিক টানাপোড়েনে গায়ে আগুনে দিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী


১০ নভেম্বর ২০১৯ ১২:০৪

ফ্রান্সের লিওনে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিজ গায়ে আগুন লাগিয়েছেন। তিনি অর্থনৈতিক দৈন্যদশায় ভুগছিলেন। ২২ বছরের ওই যুবকের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। তার জীবন সংকটাপন্ন। খবর বিবিসির।

এর আগে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ম্যাঁখো সরকার ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেন। ওই ছাত্র জানান, বেঁচে থাকার জন্য প্রতি মাসে ৪৫০ ইউরোর জোগাড় করা তার জন্য অসম্ভব হয়ে যাচ্ছে।

ওই ছাত্র লেখেন, আমাদের ফ্যাসিজমের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত যা আমাদের বিভক্ত করে এবং স্বাধীনতাবাদ যা অসাম্য তৈরি করে।

‘আমি ম্যাঁখো, হোলান্দ, সারকোজি ও ইইউকে দোষারোপ করছি আমাকে হত্যা করায়ও ভবিষ্যতের অনিশ্চয়তা তৈরির জন্য। ভয়-ভীতি তৈরির জন্য দায়ী লা পেন সম্পাদকও’, লেখেন তিনি।

আত্মহত্যা চেষ্টা গায়ে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর