Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির অনেকেই দলত্যাগ করে যুক্ত হতে চান আ. লীগে’


১২ নভেম্বর ২০১৯ ১৫:৩৭

ঢাকা: বিএনপি থেকে অনেক জ্যেষ্ঠ নেতা বেরিয়ে যাওয়ার চিন্তা করছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দলটি অভ্যন্তরীণ গণতন্ত্র সংকটে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির অনেকেই দলত্যাগ করতে চান এবং করেছেন। তারা আওয়ামী লীগে যুক্ত হতে যোগাযোগ করছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দলত্যাগী বিএনপি নেতাদের দলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সবাইকে তো দলে নিতে পারবে না। তাছাড়া অন্য দল থেকে নিলেও বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে।’

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলত্যাগী বিএনপি নেতাদের নিয়ে মন্তব্য করেছেন। এর প্রতিক্রিয়ায় ড. হাছান মাহমুদ বলেন, ‘তিনি হতাশা থেকে বক্তব্য দিচ্ছেন। গয়েশ্বর নিজেও বটগাছের নিচে বসবাস করছেন এবং একদিন অন্যান্য নেতাদের মতো বিশ্রাম শেষে বিদায় নেবেন।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘গত ১১ বছরে বিএনপি রাজনীতিতে ভালো কিছু করতে পারেনি। দলটি সব সময় জ্বালাও পোড়াও আর তত্ত্বাবধায়ক ইস্যুতে সীমাবদ্ধ ছিল। এমনকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনি দলের জেষ্ঠ্য নেতারাও। বিএনপির সিদ্ধান্ত এসেছে বিদেশ থেকে। যা একটি রাজনৈতিক দলকে গণতন্ত্রের পথে যেতে গতিরোধ করে। এসব কারণেই জ্যেষ্ঠ নেতারা দল থেকে চলে যাচ্ছেন।’

আওয়ামী লীগ টপ নিউজ ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী দলত্যাগ বিএনপি নেতা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর