Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে কাউন্সিলর ময়নুল হক মঞ্জু কারাগারে


১২ নভেম্বর ২০১৯ ১৬:৫৬

ঢাকা: রিমান্ড শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) মঞ্জুর ১০ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে উপস্থিত করে কারাগারে পাঠানোর আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। পরে ঢাকা মহানগর হাকিম মো. দিদার হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- চাঁদাবাজির টাকা যুক্তরাষ্ট্রে পাঠাতেন কাউন্সিলর মঞ্জু: র‌্যাব

এদিন আদালতে কাউন্সিলর মঞ্জুর পক্ষে জামিনের কোনো আবেদন করেননি তার আইনজীবী।

এর আগে, গত ১ নভেম্বর অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় কাউন্সিলর মঞ্জুর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আগের দিন ৩১ অক্টোবর দুপুর ১২টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) তাকে আটক করে

র‌্যাব জানিয়েছে, মঞ্জু চাঁদাবাজির মাধ্যমে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা আদায় করে আসছিলেন। এ ছাড়াও তিনি মাদক সেবন ও মাদক কেনাকাটায় জড়িত। তার অবৈধ কার্যক্রম ও অবৈধ টাকা-পয়সার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কাউন্সিলর মঞ্জু কাউন্সিলর ময়নুল হক মঞ্জু কারাগারে ডিএসসিসি কাউন্সিলর

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর