ভয়ংকর দাবানল পৌঁছেছে সিডনির শহরতলীতে
১২ নভেম্বর ২০১৯ ১৭:৪৩
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ড রাজ্য দাবানলের আগুনে চলছে। অন্যতম বৃহত্তম শহর সিডনির কয়েক কিলোমিটার কাছাকাছি পৌঁছেছে দাবানল।
মঙ্গলবার (১২ নভেম্বর) টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।
অন্তত দুটি দাবানল সিডনির শহরতলীর খুব কাছাকাছি পৌঁছায়। দমকল কর্মীরা একটি নিয়ন্ত্রণে আনতে পারলেও অপরটি ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিমান থেকে ছোড়া হচ্ছে আগুনরোধী বস্তু বা রিটারডেন্ট।
নিউ সাউথ ওয়েলস এর দমকল বিভাগ সতর্ক করে জানিয়েছে, আগুন খুব দ্রুত ছড়াচ্ছে। যা জানমালের ক্ষতিসাধন করতে পারে।
এর আগে দাবানলের কারণে নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে জারি করা হয় জরুরি অবস্থা। এ পর্যন্ত দাবানলে তিনজন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
নিউ সাউথ ওয়েলসে প্রায় ৯ লক্ষ ৭০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে এবং ১৫০টি বাড়িঘর ভস্মীভূত হয়েছে।