Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবির ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ


১২ নভেম্বর ২০১৯ ১৯:১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ‘এ’ ইউনিটের পরীক্ষায় ৪ হাজার ১১৫ জন, ‘বি’ ইউনিটে ৩ হাজার ২১৮ জন এবং ‘সি’ ইউনিটে ৯৭৪ জন পাশ করেছেন। যেখানে ‘এ’ ইউনিটে পাসের হার ২৪ শতাংশ (প্রায়), ‘বি’ ইউনিটে ১৬ শতাংশ (প্রায়) এবং ‘সি’ ইউনিটে ১১ শতাংশ।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর ভর্তি পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ইউনিট অনুযায়ী সাক্ষাৎকার নেওয়া হবে। ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যাতীত) বিভাগগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। এছাড়া নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ লা জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক ফলাফল ও সাক্ষাৎকারসহ বিভিন্ন বিষয়ের তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ এ যোগাযোগ করা যাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর